ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩(তিন) দিন ব্যাপী অ্যাসেসমেন্ট-এ অংশগ্রহনের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের রেজিষ্ট্রেশন চলছে।
শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(তিন) দিন ব্যাপী RPL (Recognition of Prior Learning) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। RPL ও BNQF কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হচ্ছে।
Graphics Design for Freelancing- Level-03
Web Design and Development for Freelancing- Level-03