fbpx

ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩(তিন) দিন ব্যাপী অ্যাসেসমেন্ট-এ অংশগ্রহনের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের রেজিষ্ট্রেশন চলছে।

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(তিন) দিন ব্যাপী RPL (Recognition of Prior Learning) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। RPL ও BNQF কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হচ্ছে।

Graphics Design for Freelancing- Level-03
Web Design and Development for Freelancing- Level-03
    শর্ত/সুযোগ সুবিধাসমূহঃ
  • মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক এসেসমেন্ট পরিচালিত হবে।
  • প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট কাজের (০১) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রার্থীর অবশ্যই নূন্যতম এস.এস.সি শ্রেণী পাশ হতে হবে।
  • প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।
  • প্রার্থী তিন (৩) দিনে ৭০০*৩=২১০০ টাকা ভাতা এবং যাতায়াত বাবদ ১০০*৩= ৩০০ টাকা, মোট ২৪০০ (চব্বিশ শত) টাকা ভাতা প্রাপ্ত হবেন (বাজেট প্রাপ্তি সাপেক্ষে) ।
  • বিনামূল্যে ট্রেনিং সামগ্রী সরবরাহ করা হবে।
  • হতদরিদ্র, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বেকার প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
  • প্রজেক্টের সকল বিধি-বিধান অনুযায়ী উক্ত RPL পরিচালিত হবে।
  • অ্যাসেসমেন্ট সংক্রান্ত সকল সিদ্ধান্ত প্রকল্প ও বাস্তবায়ন কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
    প্রয়োজনীয় কাগজপত্রঃ
  • সদ্য তোলা ২ কপি সত্যায়িত ছবি।
  • NID Card/ অনলাইন জন্মসনদের সত্যায়িত সনদ।
  • শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ।
  • নূন্যতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি (বাধ্যতামূলক)।